দাউদকান্দি উপজেলার গৌরীপুর ডায়াবেটিক হসপিটালের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে ডা: লিটন চন্দ্র সাহার সভাপতিত্বে ও আলমগীর সুমনের সঞ্চলনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আবুল হাসেম সরকার, কুমিল্লা জেলা পরিষদ সদস্য মোসাম্মৎ পারুল আক্তার , দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহিনূর আলম সুমন, মেডিকেল অফিসার ডা: মো: হাবিবুর রহমান, ডা: নজরুল ইসলাম ডালিম, গৌরীপুর ডায়াবেটিক সমিতির পরিচালকবৃন্দ ও এলাকার বিশিষ্টজনেরা।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশের স্বাস্থ্য সেবাকে একটি মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। দেশের ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় এক কোটি। অধিক ঝুঁকির মধ্যে রয়েছে আরও এক কোটি। গর্ভবতী মায়েদের প্রতি চারজনে একজনই ডায়াবেটিক রোগী। এত বিশাল সংখ্যক রোগীর যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করা শুধুমাত্র সরকারের একার পক্ষে সম্ভব নয়। এজন্য জনগণকে আরও সচেতন হতে হবে। বক্তারা আরো বলেন ডায়াবেটিস রোগীদের জন্য শিক্ষা কার্যক্রম রোগীদের রোগ প্রতিরোধে ও নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রাখবেন গৌরীপুর ডায়াবেটিক হাসপাতাল। চিকিৎসা সেবায় বিশেষজ্ঞ ডাক্তার ও উন্নত ডায়াবেটিক সেবা প্রদানে গৌরীপুর ডায়াবেটিক হসপিটাল কার্যক্রমকে আরও বেগবান করবে। পরিচালকবৃন্দ জানান দাউদকান্দি ,মেঘনা, তিতাস,হোমনাসহ আশপাশের এলাকার মানুষের কথা চিন্তা করেই আমরা সম্পূণ্য অলাভজনক মনোভাব নিয়ে ডায়াবেটিক চিকিৎসা সহজতর করার লক্ষ্যে এবং মধ্য আয়ের মানুষের কথা চিন্তা করেই উন্নত ও সল্পখরচের গৌরীপুর ডায়াবেটিক হসপিটালটি প্রতিষ্ঠিত করেছি ।