দাউদকান্দিতে মাদকবিরোধী সচেতনতামূলক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আগামী ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার।
খেলাটি দাউদকান্দির গৌরীপুর সুবল- আফতাব উচ্চ বিদ্যালয় আজিজিয়া মাঠে অনুষ্ঠিত হবে। খেলায় দাউদকান্দি একাদশ বনাম নাইজেরিয়া একাদশ অংশ গ্রহণ করবেন।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা জেলা প্রশাসক মু: মুশফিকুর রহমান।
দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন। খেলাটির আয়োজনে রয়েছেন উপজেলা ক্রীড়া সংস্থা।
উক্ত খেলাকে কেন্দ্র করে মাঠের পরিস্থিতি পরিদর্শনে রবিবার বিকালে আসেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান। এসময় গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নোমান মিয়া সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।