গৌরীপুর ফুটবল মোহামেডন একাডেমী আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা দাউদকান্দি উপজেলা গৌরীপুর বাজার, ডাচবাংলা ব্যাংকের পশ্চিম পাশের্^ বালুর মাঠে এই প্রথম নাইট ফুটবল টুণামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। জনপ্রিয় ধারাভাষ্যকার মনির মাস্টারের উপস্থানায় বাংলাদেশ ফুটবল উন্নয়ন সমিতি দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি খোরশেদ আলম টাইগারের সভাপত্বিতে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আবুল হাসে সরকার ।তিনি এই ধরণের খেলাকে আরো গতিশীল করার লক্ষ্যে সবাইকে সাথে থাকার আহবান জানিয়ে বলেন মাদক ও সন্ত্রাস থেকে দুরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন -রোটারিয়ান ক্লাব অব দাউদকান্দির প্রেসিডেন্ট মো: কামাল উদ্দিন. সৃষ্টি সাহিত্য ও সমাজ কল্যাণ সমিতির সভাপতি মো: সফিকুল ইসলাম.ডা. ইউসুফ জামিল আরমান. ,দাউদকান্দি উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মো: দোলোয়ার পারভেজ দোলন.বিশিষ্ট ব্যবসায়ী প্রহলাদ কর্মকার.
সন্ধ্যায় ফুটবল ম্যাচ হওয়ায় আগত ব্যবসায়ী.ছাত্র শিক্ষক দর্শক উপস্থিতি যেন উতসরে রুপ নেয়,তাদের পছন্দের দলের সমর্থকদের পক্ষে শ্লোগান আর হৈ চৈতে মেতে উঠে পূরো মাঠ । ম্যাচটি খেলার মূল আয়োজক রানাকে ক্রেষ্ট প্রদান করে বিদায়ী সংর্বনা জানানো হয়।
ম্যাচটিতে খেলার পরিসমাপ্তি ঘটে ট্রাইব্রেকারের মাধ্যমে, সাঈদ সেভেন স্টারকে হারিয়ে তানভীর সেভেন স্টার জয় লাভ করে ।