“আধুনিক সেবার বিশ্বে, ইসলামী ব্যাংক শীর্ষে” এই শ্লোগানকে সামনে রেখে এবং প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড গৌরীপুর শাখায় ডিজিটাল প্রোডাক্টসস এন্ড সার্ভিসেস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। পহেলা ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠানের উদ্বোধন করেন ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও গৌরীপুর শাখার শাখা প্রধান মো: মনজুরে এলাহী মিয়াজী।
উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজার অপারেশন্স মো: আনিছুজ্জামান, ইনভেস্টমেন্ট ইনচার্জ মো: আব্দুল হান্নান, জেনারেল ব্যাংকিং ইনচার্জ মোহাম্মদ জসিম উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তাগণ। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত গ্রাহকদের ইসলামী ব্যাংকের ডিজিটাল প্রোডাক্টস গুলোর সেবা নেওয়ার জন্য আহ্বান জানান।