দাউদকান্দির গৌরীপুর ছামীন মেডিকেল হল এন্ড আদর্শ ডেন্টাল কেয়ার এবং সাফীন চক্ষু চিকিৎসালয় ও চশমা গ্যালারীর ২১ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে । একই সাথে ফিতা ও কেক কেটে বছর পূর্তি উদযাপন এবং নতুন ভবনের উদ্ধোধন করা হয়। রোববার উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহীনূর আলম সুমন। বিশেষ অতিথি ছিলেন, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো: সাইফুল ইসলাম, কামাল মর্ডান হসপিটাল এন্ড ডেন্টাল কেয়ার এর স্বত্বাধিকারী রোটারিয়ান আলহাজ্ব মো: কামাল উদ্দিন, সৃষ্টি সংগঠনের প্রতিষ্ঠাতা, কবি ও কলামিস্ট আলী আশরাফ খান, দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. আমেনা বেগম রাবেয়া। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রোটারিয়ান ও সৃষ্টি সংগঠনের সভাপতি মো: সফিকুল ইসলাম। দ্বিতীয় পর্বে রোগী সেবার আয়োজন করা হয়, এতে চক্ষু বিভাগে দায়িত্ব পালন করেন ডা. খাদিজা আক্তার সহ অন্যান্যরা। করোনা কালিন সময়ে বিশেষ অবদান রাখায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহীনূর আলম সুমনকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রধান করা হয় এবং গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো: সাইফুল ইসলাম শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানটি মনোমুগ্ধকর ভাবে সঞ্চলনা করেন মো: আবু তাহের নয়ন । দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।