মানুষ ভ্রমন পিপাসু। ভ্রমনের মাধ্যমে মানুষ অনেক অজানা বিষয় জানতে পারে। সুন্দর দর্শনীয় দৃশ্য চোখ জুড়িয়ে যায়। দৃশ্যগুলো ধারণ করে স্মৃতির পাতায় রাখতে কে-না চায়। তাইতো শিক্ষা সফরের মাধ্যমে মাধ্যমে তাদের মেধা ও প্রতিভা বিকশিত করার লক্ষ্যে কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলার শিক্ষা সাংস্কৃতিক আর নৈতিকতার তথ্যপ্রযুক্তিার ডিজিটাল শিক্ষার ব্যবস্থার বাংলা মাধ্যমে বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম গৌরীপুর অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজ এর ছাত্র-ছাত্রী ,অভিভাবক ও শিক্ষকরা। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ) গৌরীপুর বাজার ,আঙ্গাউড়া ক্যাম্পাস থেকে ৭টি সুবিশাল বাস নিয়ে গৌরীপুর অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজ
এর চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ লক্ষণ চন্দ্র সাহা এর নেতৃত্বে ব্যবস্থাপনা পরিচালক সামছুল হক সুমন সরকারের পরিচালনায় অত্যান্ত শৃঙ্খল পরিবেশে রওয়ানা হয় । এবারের শিক্ষা সফরের স্থান দেশের স্বনামধন্য বিনোদন স্পর্ট নন্দন পার্ক ।
যাওয়ার পথে নানা জনের নানা মত প্রকাশ, কৌতুক, কুইজ প্রতিযোগিতা’সহ গান ও দেশাত্মক সংগীত পরিবেশন করে সফরকে মনোমুগ্ধকর করে তুলেন শিক্ষার্থীরা। গাড়ী বাহির হতেই সকলের মাঝে সকালের নাস্তা পরিবেশন করেন খাদ্য বিভাগে দায়িত্বরত শিক্ষকরা। গৌরীপুর অক্সফোর্ড স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষের সার্বিক তত্ত্বাবধানে শিক্ষা সফরে নেতৃত্ব দেন কলেজের সকল শিক্ষকরা ।
নন্দন পার্ক এর গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান গুলো তারা ঘুরে ঘুরে দেখেন ও একক-যৌথ ছবি তুলেন। শিক্ষকরা ছাত্র/ছাত্রীদের বিভিন্ন স্পর্টের স্থানগুলোর একে একে শিক্ষার্থীরা ঘুরে এবং রাইটসগুলো ঘুরতে পেরে যেন শিক্ষার্থী ,অভিভাবক এবং আগত সকলেই যেন উচ্ছাস করতে দেখা গেছে। নন্দন পার্কের নির্দিষ্ট কর্টেজর সেখানে গিয়ে দুপুরের খাবার শেষ করে আরো অনেক আনন্দে মেতে উঠেছিল সফরকারীরা। ওয়াটার লিংকের সাথে পানির সংমিশ্রণ ছিল আগত সকলের জন্য এক অনন্য লক্ষ্যণীয়। সেখানে শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন সুন্দর সুন্দর স্থান ঘুরে দেখেন ও ছবি তুলেন। সফরকারীদের ‘শিক্ষা সফর ২০২০ – গৌরীপুর অক্সফোর্ড স্কুল এন্ড কলেজ’ লিখা পরিহিত পোষাকে শিক্ষার্থীদের সুশৃংখল-সুন্দর পরিবেশ দেখে অনেকেই মুগ্ধ হন।
সকল ইভেন্ট সমাপ্ত করে বিকালে ক্যাম্পাসের উদ্যেশ্যে সফরকারীরা যাত্রা শুরু করেন। গাড়ীতে আরো কয়েকটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। সন্ধা পরেই গাড়ী ক্যাম্পাসে আসার পর সফর সমাপ্ত ঘোষণা করার পরে সকল নিজ নিজ নিবাসে চলে যান।