রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১০:৫০ অপরাহ্ন

গৌরীপুরে হৃদয়ের বন্ধন এর আয়োজনে প্রীতি সমাবেশে ও ইফতার

মো: আবু তাহের নয়ন
  • Update Time : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ২৭২ Time View

বন্ধুরা বোধ হয় এমনই হয় তাদের মাঝে থাকলে ভুলে থাকা যায় শত ক্লান্তি, শত দুঃখ, শত বেদনা শুধুই যেনো প্রাণে লাগে সুখের দোলা। কর্মজীবনের সহকর্মী হয়ে উঠে প্রিয় বন্ধু। আর সেই বন্ধত্বের টানে সৃষ্টি হয় হৃদয়ের বন্ধন। কখনো কখনো  স্কুল জীবনের বন্ধুত্বের মতো যেন  হয়ে উঠে কর্মজীবনের বন্ধুরা ! হ্যাঁ !ঠিক ধরেছেন, বলছি কুমিল্লা দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিটি স্কুল এন্ড কলেজ এর সাবেক ও বর্তমান শিক্ষকদের কথা ! এই বিদ্যালয়ের সূচনা থেকে চাকুরি করেছিলেন এমন অনেকেই এখন সরকারী,বে-সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত । কেউ বা প্রবাস জীবনে থেকে হৃদয়ের বন্ধন ফেইসবুক গ্রুপে সদস্য হয়ে  যোগাযোগ রেখে চলছেন প্রিয় সহকর্মীরদের সাথে । তবে এই হৃদয়ের বন্ধনটিকে আরো গতিশীল করতে আজ ১৬ এপ্রিল শনিবার বিকাল ৪টায় দারুল হিকমা দাখিল মাদরাসার ভবনে হৃদয়ের বন্ধন আয়োজন করে প্রীতি সমাবেশ ও ইফতার মাহফিল । সাবেক সহকর্মীরা অনুষ্ঠানে এসে উচ্চাসিত ! তারা যেন পেয়েছে অনুষ্ঠানে এক হারানো কোন স্মৃতি !সবাই যেন একসাথে পুরোনা মুখগুলো আজ একেই ফ্রেমে বন্ধী ! নিজেরা  একে অন্যের সাথে পরিচয় ও খোঁজ-খবর নিতে পেরে যেন আনন্দিত! সংক্ষপ্তি করে নিজেরা তাদের অনুভূতি প্রকাশ করেই ক্লান্ত হননি । কর্মজীবনে ভ্রমণের হাসি দু:খ স্মতিকথা বলার পালা যেন শেষই হচ্ছেনা। ইফতার মাহফিলে কে আসছে কে আসবেন এই নিয়ে যেন সবাই ব্যস্তসময় পার করছেন । ইফতার এ যোগ দিতে আসা সহকর্মীরা এক বন্ধুর দেরি দেখে মুঠোফোনে বন্ধুর খবর নিচ্ছেন আরেক বন্ধু। কেউ আসছে বলে শুনে হাসি ফুটে সবার মুখে। অবশেষে সবার উপস্থিতি লক্ষ্য করা গেলো । পবিত্র কুরআন তিলোয়াতের মাধ্যমে ও ইসলামী সংগীত পরিবেশনায় মো: ছফিউল্লাহ খান রাসেল এর সভাপত্বিতে ও মো: মনির হোসেনের পরিচালানায় এতে উপস্থিত ছিলেন ইউনিটি স্কুল এন্ড কলেজ এর সাবেক ও বর্তমান শিক্ষকবৃন্ধ। হৃদেয়ের বন্ধনের আয়োজনে বন্ধুরা আহবান জানান, পিকনিক, ইফতার ও ঈদপূর্ণমিলনীর অনুষ্ঠানের আগ্রহের কথা  জানান তারা  সাময়িক সময়ের জন্য সংসার সন্তান ও ব্যক্তিগত কাজ কর্ম ফেলে ছুটে যেতে চায় বন্ধুদের হৃদয়ের টানে। কিন্তু হৃদয়ের টানে আজকের সহকর্মীরা ইফতারে অংশ নিতে পেরে সকলে যেন এক অন্যরকম আনন্দ পেলেন, জীবন ও জীবিকার টানে সবাই কর্মব্যস্ত জীবন কাটালেও শুধুমাত্র ইফতার অনুষ্ঠানে যোগ দিতে তারা ছুটে  এসেছিলেন । বিভিন্ন প্রান্ত থেকে সবাই স্বতঃস্ফূর্তভাবে ইফতার পার্টিতে যোগ দেন। ইফতারের আগে এক দফা ও ইফতার শেষে নামাজ পড়ে আরেক দফা স্মৃতিচারণমুখর হয়ে উঠে আড্ডা।

অবশেষে হৃদয়ের বন্ধনের মো: ছফিউল্লাহ খান রাসেলকে পরিচালক ও সহকারী পরিচালক মো: মনির হোসেনকে নির্বাচিত করে সদস্য পদে বিল্লাল হোসেন,রায়হান উদ্দিন, মহিউদ্দিন আজাদ, আপেল মাহমুদকে এবং মাসুম বিল্লাহ,সাখাওয়াত হোসেন ও সারোয়ার মামুনকে উপদেষ্টা করে কমিটি ঘোষণা করা হয় ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Suchana Community TV
themebazsuchana231231