কুমিল্লা দাউদকান্দি উপজেলা সমাজ উন্নয়ন সংস্থা গৌরীপুর শাখার আয়োজনে আইনজীবী, শিক্ষক, কবি, সাহিত্যিক,শিক্ষার্থী, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, ওলামা-মাশায়েখ, ব্যবসায়ী ও কৃষিবিদসহ বিশিষ্ট নাগরিকদের সম্মানে আজ শনিবার ২৩ এপ্রিল বিকেল সাড়ে ৫টায় স্থানীয় একটি হলরুমে এক ইফতার মাহফিলের আয়োজন করেন। এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক ইসলামী গবেষক মনিরুজ্জামান বাহলুল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জিয়ারকান্দি হাফিজউদ্দিন ফাজিল ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ মাও আহসান উল্লাহ মজুমদার,অধ্যক্ষ মনিরুজ্জামান মনির,আইন গবেষক মোকলেছুর রহমানসহ আরো অনেকই ।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার মোশাররফ হোসেন,সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক মাও আবুল কালামের উপস্থাপনায় এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যাংকার মাও.আব্দল্লাহ আল-আমিন,মাও মোতাহের আলী,মাও মুকবুল হোসেন,জাকারিয়া সুমন, ছানাউল্লাহ,শাহ আলম মুন্সী,ইব্রাহিম খলিলসহ আরা অনেকেই ।
সমাজ উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে প্রধান অতিথি মনিরুজ্জামান বাহলুল বলেন পবিত্র রমজান কুরআন নাজিলের মাস। মানবজাতির মুক্তি ও কল্যাণের পথনির্দেশিকা রয়েছে মহাগ্রন্থ আল-কুরআনে। কুরআনের আলোকে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবন গড়ে তোলার জন্য তাকওয়া অর্জনের উদ্দেশ্যে রমজানের সাওম বা রোজা ফরজ করা হয়েছে। তাকওয়া শুধু মনে আল্লাহর ভয় পোষণের নাম নয়। বাস্তব জীবনে আল্লাহর ভয়ের প্রতিফলন ঘটানোই তাকওয়া।
অনুষ্ঠানে বিশিষ্ট ইসলামী সুরকার,গীতিকার,বির্তকবীদ গৌরীপুর অক্সফোর্ড স্কুল এণ্ড কলেজর ভাইস প্রিন্সিপাল,সংগীত শিল্পী রিয়াজ আল আসাদ ,তার স্বরচিত একটি হামদ পরিবেশন করলে উপস্থিত সবাই মুগ্ধতা প্রকাশ করেন ।