কুমিল্লায় করোনা ভাইরাস সংকট মোকাবিলায় কোনপ্রকার গুজবে কান না দিয়ে সচেতনতা অবলম্বন করার জন্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আহবান করা হয়েছে। কেউ যেন গুজব ছড়াতে না পারে বিষয়ে জনগনকে সচেতন করতে প্রচারে মাঠে নেমেছে পুলিশ প্রশাসন। কুমিল্লার ১৭টি থানা এলাকায় পুলিশ সদস্যরা একযুগে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে। এসময় তারা করোনা ভাইরাসকে মোকাবিলা করতে হলে সবার সচেতনতা জরুরী এ বিষয়টি জনগণের কাছে তুলে ধরছেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, করোনা ভাইরাসকে কেন্দ্রকরে বৃহস্পতিবার রাতে কুমিল্লার বিভিন্ন এলাকার মসজিদে একযুগে আজান দেয়া হয়েছে। এনিয়ে জনমনে বিভিন্ন ধরনের বিভ্রান্তি তৈরী হয়।
এব্যাপারে কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর বলেন, কেউ গুজব ছড়ালে তাকে ছাড় দেয়া হবে না। কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম বলেন, করোনা মোকাবিলায় পুলিশ প্রায় শতভাগ নিয়োজিত।