সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:২২ অপরাহ্ন

গুজবে আতংক না হওয়ার আহ্বান

বিল্লাল মোল্লা
  • Update Time : মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯
  • ৮৫৫ Time View

কুমিল্লার তিতাস উপজেলার বিভিন্ন এলাকায় চায়ের দোকানের আড্ডায়, হাট-বাজার, বিদ্যালয় থেকে বাসাবাড়িতে কয়েকদিন যাবত একটি নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে । আর সেটি হলো ‘পদ্ধা সেতুর জন্য মাথা লাগবে, কল্লাকাটা বা মাথাকেটে নিয়ে যাওয়া ‘। এনিয়ে আজব আজব গল্পও ছড়াচ্ছে মুখে মুখে । গুজবে যেন নিরঅপরাধ কোন ব্যক্তি গনপিটুনির শিকার না হয় সেলক্ষ্যে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পুলিশ প্রশাসন । একটি স্বার্থন্বেষী মহল দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, এরা দেশ ও জাতির শত্রু। তাই গুজবে কান না দিতে এবং ছেলে ধরা এই ধরণের কোন বিষয় বিশ্বাস না করতে ও জনসাধারণকে আতংকিত না হতে আহবান জানিয়েছেন তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম । গণপিটুনির মতো ঘটনা যেন না হয় তার ব্যাপারে সজাগ থেকে তাৎক্ষণিক গুজব সংকান্ত্র কিছু ঘটলে সংশ্লিষ্ট থানা পুলিশ প্রশাসনকে জানানোর আহবান করেন । যে কোন তথ্য জানাতে তিতাস থানায় 01713373699 এই নাম্বারে কল করার অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Suchana Community TV
themebazsuchana231231