বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৮:১৮ অপরাহ্ন

খালেদা জিয়াকে নিয়ে অপরাজনীতিতে মেতেছে বিএনপি: ইঞ্জি. সবুর

আলমগীর হোসেন
  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৭ Time View

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, ষড়যন্ত্রের রাজনীতির মাধ্যমেই বিএনপি জন্ম। সবকিছু নিয়েই বিএনপি-জামায়ত ষড়যন্ত্র করতে চায়। তাদের নেত্রী খালেদা জিয়াকে নিয়েও ষড়যন্ত্র মেতেছে বিএনপি। খালেদা জিয়ার মুক্তি মূল উদ্দেশ্য নয় বরং তাকে নিয়ে অপরাজনীতি করছে বিএনপি। বিএনপি-জামায়তের ষড়যন্ত্র জনগণ সফল হতে দিবে না।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নে (কেসবপুর, মাছিমপুর, জগতপুর বাজার) আওয়ামী লীগের উদ্যোগে সরকারের উন্নয়ন প্রচারপত্র বিতরন, পথসভা ও গণসংযোগের কালে তিনি এইসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন, ভিসানীতির উপর ভর করে বিএনপি ক্ষমতায় আসতে চায়। বিএনপি ভুলে যায় আওয়ামী লীগ কখনো ভিসানীতি পরোয়া করে না। অতীতের মতো যেকোন বাধা, প্রতিরোধ আওয়ামী লীগকে সুসংগঠিত ও শক্তিশালী করেছে। স্বাধীনতা যুদ্ধের সময়ও ভীনদেশী ষড়যন্ত্র বাংলাদেশের বিজয়কে ক্ষতিগ্রস্ত করতে চেয়েছিল। তারা সফল হয়নি।

তিনি আরও বলেন, গত ১৫ বছরে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের গতিকে থামিয়ে দিতে বিএনপি-জামায়ত ষড়যন্ত্র করে চলছে। অতীতেও তারা সফল হয়নি এবারও তারা সফল হবে না।

কুমিল্লার তিতাস উপজেলার জনগণের কাছে আগামীতে নৌকায় ভোট চেয়ে ইঞ্জি. আবদুস সবুর বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার শক্তি ও সাহসের উৎস জনগণ। আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে টানা চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করবে।

গণসংযোগে অংশগ্রহণ করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান জয়, বশিরুল আলম মিয়াজি, তিতাস উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক তফাজ্জল হোসেন ভূইয়া, সহসভাপতি শাহলম শান্তি, সাবেক সদস্য সচিব দেওয়ান জাহাঙ্গীর,যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, কুমিল্লা জেলা পরিষদের সদস্য দেলোয়ার হোসেন পলাশ,দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল, সালাউদ্দিন রিপন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সালেহ মোহাম্মদ টুটুল,কুমিল্লা উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন ভূইয়া,তিতাস আওয়ামী লীগের দপ্তর সম্পাদক লিটন শওকত, মহিলা লীগের সভাপতি শিরিন আক্তার, ভিটিকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো: বাবুল আহমেদ, কলাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবউল্লাহ বাহার, দাউদকান্দি সদর উত্তরের চেয়ারম্যান কামরুজ্জামান শাহীন, তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষারসহ তিতাস উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Suchana Community TV
themebazsuchana231231