ভারতের কেরালা রাজ্যের পর এবার মৃত্যু পরোয়ানা নিয়ে কলকাতায় ঢুকে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়ে কলকাতার মুকুন্দপুরের আরএনটেগোর হাসপাতালে ভর্তি হয়েছে এক বৃদ্ধ। রেসপিরেটরি প্যানেল টেস্টে ওই বৃদ্ধের শরীরে পাওয়া গেছে করোনাভাইরাস! ঘটনা প্রকাশ পেতেই কোলকাতায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে। হাসপাতালে উপস্থিত অন্যান্য রোগীর পরিবারের লোকেরাও আতঙ্কিত।অনেকেই হাসপাতাল থেকে প্রিয়জনকে ছাড়িয়ে নিয়ে চলে যেতে চাইছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই বৃদ্ধের বাড়ি যাদবপুরের পোদ্দার নগর এলাকায়। ফুসফুসের সংক্রমণ ছাড়াও একাধিক অসুখে ভুগছেন তিনি।শেষ খবর অনুযায়ী, তার শারীরিক অবস্থা সঙ্গীন। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। বৃদ্ধের শরীরে করোনাভাইরাসের খবরে আতঙ্ক ছড়িয়েছে যাদবপুরে তাঁর বাড়ির এলাকাতেও।আপাতত আরএনটেগোর হাসপাতালে চিকিৎসক ডা. প্রতিক দাসের অধীনে ভর্তি রয়েছেন ওই বৃদ্ধ। শেষ পর্যন্ত পাওয়া খবরে আইটিইউতে রয়েছেন তিনি।
উল্লেখ্য, এর আগে ভারতের কেরালা রাজ্যে তিনজন করোনা রোগী সনাক্ত করা হয়।
সূত্র: সংবাদ প্রতিদিন