ঢাকার কেরানীগঞ্জে মডেল থানার কলাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কলাতিয়া ইউনিয়নের মানিক চৌধুরী মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহবায়ক ইউসুফ আলী চৌধুরী সেলিম।সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক জনাব আব্দুল আজিজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য (ঢাকা-২), সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ, এমপি (ঢাকা ২০) ও বীর মুক্তিযুদ্ধা মোঃ মাহবুবুর রহমান সাধারণ সম্পাদক ঢাকা জেলা আওয়ামী লীগ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রধান করেন হাজী শফিউল আজম খান বারকু, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ এর যুগ্ম আহবায়ক, বিশেষ বক্তা হাজী আলতাফ হোসেন বিপ্লব কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ এর যুগ্ম আহবায়ক প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, স্বাধীনতার শত্রু বিএনপি-জামায়াত ত্রিশ বছর যাবৎ দেশের স্বাধীনতাকে হরণ করে রেখেছিল। যখনই স্বাধীনতার নেতৃত্বদানকারী বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এসে তখনই দেশের উন্নয়ন হয়েছে। তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল। তিনি বিএনপিকে হুঁশিয়ারি করে আরো বলেন, আন্দোলনের নামে সন্ত্রাস ও অরাজকতার পথে হাটবেন না, অশুভ পথ পরিহার করুন, অন্যথায় এর পরিণতি ভালো হবে না। আর আমাদের দুর্বল ভাববেন না। পেছনের দরজা ছাড়া আপনাদের ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই।এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সদস্য হাজী হাবিবুর রহমান হাবিব, সিদ্দিকুর রহমান, হাজী মোক্তার হোসনে, ইখতিয়ার আহমেদ শাওন,হাজী আলাউদ্দিন, আলি আহাম্মেদ। ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দরা ।