ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ৯৪ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। আজ ২৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজার নেতৃত্বে পরিচালিত অভিযানে জিনজিরা বাজার ও বাজার সংলগ্ন এলাকা থেকে এ জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মুল্য প্রায় ১৯ লক্ষ টাকা। বরিসুর নৌ পলিশ ফাঁড়ি ইনচার্জ মো: আব্দুস সোবহান অভিযান পরিচালনায় সর্বাত্মক সহযোগিতা করেন। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এব্যাপারে মৎস্য কর্মকর্তা বলেন, উপজেলার বিভিন্ন নদী ও খালগুলোর পাশাপাশি মাছের বাজারের নিয়মিত টহলের অংশ হিসেবেই এ অভিযান। সরকার নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে উপজেলা মৎস্য দপ্তরের নিয়মিত অভিযান চলবে।