ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে অস্ত্র ও ৩২ লক্ষ টাকার হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। র্যাব-১০ মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, রবিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ঝিলমিল আবাসিক এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে সন্দেহজনকভাবে মোঃ শাওন উদ্দীন (২৭) ও মোঃ সাইদুর রহমান (১৯) নামের দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ করে তল্লাশি করলে তাদের কাছ থেকে ৩২২ গ্রাম হেরোইন ও ০২টি ওয়ান শুটারগান, ৩ টি কার্তুজ (গুলি), ০১টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য ৩২ লক্ষ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা অস্ত্রধারী সন্ত্রাসী ও পেশাদার মাদক ব্যবসায়ী এবং বেশ কিছুদিন যাবৎ ঢাকা-মাওয়া হাইওয়ে, কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসাসহ অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে বলে স্বীকার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।