আওয়ামীলীগের সংসদীয় স্থানীয় সরকারের জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভা আজ শনিবার সকাল সারে ১০টায় গণভবনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা । শূন্য আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তকে মনোনয়ন দেওয়া হয়েছে।
অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত ১৯৫৩ সালে পহেলা অক্টোবর চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের বারইয়াপাড়া গ্রােেমর পিতা প্রয়াত কালাচাঁদ দত্ত মাতা প্রয়াত কীরণ প্রভা দত্তর পরিবারে জন্মগ্রহন করেন।
প্রফেসর দত্ত ছাত্র জীবন থেকেই অত্যন্ত কৃতিত্বের পরিচয় দিয়ে ১৯৭৬ সালেচ্টগ্রাম মেডিকেল কলেজ থেকে চিকিৎসা সাস্ত্রে ¯œাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৭১ সালে মহান স্বাধীনতা সংগ্রামে একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে সম্মুখ সমরে অংশ গ্রহণ করেন।
প্রফেসর দত্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেছেন দুই দফায়। বর্তমানে ইএনটি এবং হেড এন্ড নেক সার্জারি বিষয়ে নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছেন তিনি।
প্রফেসর দত্ত বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার একজন খ্যাতিমান মহা চিকিৎসক হিসেবে খ্যাতি অর্জন করেছেন । এছাড়াও তিনি যুক্তরাষ্ট,কানাডা,অস্ট্রেলিয়া,তুরস্ক,ফিলিপাইন,জাপান,হংকং এবং দিল্লিতে বিভিন্ন সেমিনারে অংশ নিয়ে দেশের জন্য বিরল গেীরব বয়ে এনেছেন।
বাংলাদেশের এই প্রখ্যাত চিকিৎসককে চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০১২ সালে চিকিৎসা বিদ্যায়“ স্বাধীনতা পুরস্কার” প্রদান করা হয়। ।
গত ৩০ জুলাই মরহুম অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফের মৃত্যুতে কুমিল্লা-৭ আসনটি শূন্য হয়।
উক্ত শূন্য আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তকে মনোনয়ন দেওয়া হয়েছে।
ডা. প্রাণ গোপাল দত্ত বর্তমানে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বে আছেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ অক্টোবর চান্দিনা এ আসনে ভোট গ্রহণ করা হবে।