জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব হলেন কুমিল্লা -০২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. আমির হোসেন ভূঁইয়া।
বিগত দিনে সংগঠনের বিভিন্ন শাখায় অবদান রাখায় নিরবচ্ছিন্ন শ্রমের স্বীকৃতিস্বরূপ নবম জাতীয় সম্মেলনের প্রদত্ত ক্ষমতা ও গঠতন্ত্রের ধারা ১২ -এর ৩ উপধারার বিধান অনুযায়ী জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব পদে নিয়োগ প্রদান করা হয়েছে।
গত ২০ ফেব্রুয়ারি শুভেচ্ছা জানিয়ে এক চিঠিতে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি আশাবাদ ব্যক্ত করে লিখেছেন- আলহাজ্ব মো. আমির হোসেন ভূঁইয়া তার পদে থেকে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল এবং তার জেলা, উপজেলাসহ পার্টির সকল কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করবেন।