জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক নির্দেশনায় কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে কুমিল্লা সিটি কর্পোরেশন ও আদর্শ সদর উপজেলার বিভিন্ন বাজারে তদারকি অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত দামে হ্যান্ড গ্লাভস বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে আলু বিক্রি, বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রে কারচূপি এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করার মতো ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মেসার্স আরাফাত মেডিকেল হলকে ৫ হাজার টাকা, সজিব স্টোরকে ১ হাজার টাকা, জসিম স্টোরকে ১ হাজার টাকা, জসিমের মাছের দোকানকে ২ হাজার টাকা এবং নজরুলের মাছের দোকানকে দেড় হাজার টাকাসহ মোট ৫ প্রতিষ্ঠানকে অধিদপ্তরের প্রশাসনিক এখতিয়ারে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে কুমিল্লা শহরের প্রায় ৫০টির মতো ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করতে নির্দেশনা দেওয়া হয় এবং প্রয়োজনের অতিরিক্ত পণ্য ক্রয় না করতে ভোক্তা সাধারণের প্রতি অনুরোধ করা হয়। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ, কুমিল্লা জেলা পুলিশের একটি টিম, স্থানীয় বাজার ব্যবসায়ী সমিতি এ কাজে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।