কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় ১ লাখ ৫৯ হাজার ৪২৩ জন শিক্ষার্থী অংশগ্রহন করেছে। এর মধ্যে ছাত্র ৬৭ হাজার ৯৫৪ জন এবং ছাত্রী ৯১ হাজার ৪৬৯ জন। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী ও লক্ষীপুরসহ ৬টি জেলার ২৬৪টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে ৬টি জেলার ১ হাজার ৭৩২টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেছেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবদুস ছালাম।