জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে রবিবার বিকালে জেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এক তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়েছে। সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বাটখারায় কম থাকায় তিন মাছ ব্যবসায়ীকে, মূল্য তালিকা না রাখায় দুই মুদি ব্যবসায়ীকে এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করায় একটি হোটেলকে অধিদপ্তরের প্রশাসনিক এখতিয়ারে সতর্ক করে জরিমানা করা হয়। সচেতনতামূলক এ অভিযানে স্থানীয় ব্যবসায়ীদের আইনটি সম্পর্কে অবহিত করা হয় এবং লিফলেট বিতরণ করা হয়। জেলা পুলিশের একটি টিম এ কাজে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে সংশ্লিষ্টরা জানান।