ইসলামী ব্যাংকিং সুবিধা এখন আপনার দোরগোড়ায় এই শ্লোগাণে আজ রোববার সকাল ১১টায় কুমিল্লা দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের বাজারের মীর ম্যানশন এর দ্বিতীয় তলায় বাংলাদেশ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং(আউটলেট) উদ্ধোধন করা হয়েছে । একযোগে দেশব্যাপী ২ হাজার তম ১২৭ টি এজেন্ট ব্যাংকিং শাখার (আউটলেট) উদ্বোধন করেছেন বেসরকারি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড । ইসলামী ব্যাংক গৌরীপুর শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মো: মনজুরে এলাহী মিয়াজীর সভাপত্বিতে ব্যাংকের ম্যানিজিং ডিরেক্টর ও সিইও মাহবুব উল আলমের উপস্থিতে ভার্চুয়্যাল প্লাটফর্মে বিটেশ্বর বাজার এজেন্ট আউটলেটগুলোর উদ্ধোধন করেন ।
বিটেশ্বর বাজার এজেন্ট শাখার আউটলেট শুভ উদ্ধোধনে স্থানীয় পর্যায়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবীদ ও সমাজসেবক মো: মোবারক হোসেন চৌধুরী,মো: রকিব উদ্দিন সরদার, মো: হুমায়ূন কবির ভূইয়া, বিটেশ্বর বাজার কমিটির সভাপতি মো: আব্দুল মতিন ব্যাপারী, বিশিস্ট ব্যবসায়ী ও ইউপি সদস্য মো: আবু মুছা, ইউপি সদস্য মো: মুক্তার হোসেন গোলজার, বিটেশ্বর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার উদ্যোক্তা রোকুমোজ্জামান ও বিল্লাল হোসেন ।
।অতিথিবন্দ ফিতা কেটে বিটেশ্বর বাজারের বাংলাদেশ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং(আউটলেট) উদ্ধোধন করেন । সবশেষ মাও .মোস্তাক আহম্মেদ বিশেষ মোনাজাত পরিচালনা করেন ।