বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:১১ পূর্বাহ্ন

কুমিল্লা তিতাসে মুজাহিদ কমিটির দিন ব্যাপী ওয়াজ মাহফিল সমাপ্ত

মো: আবু তাহের নয়ন
  • Update Time : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৯ Time View

আল্লাম মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল কমির শায়েখ পীর সাহেব চরমোনাই বলেন, আমাদের সবার মধ্যে আল্লাহর ভয় এবং আল্লাহ ও তাঁর রাসুলের পূর্ণ আনুগত্য থাকতে হবে। আল্লাহ ও তার রাসুল (সা.) এর মনোনীত দ্বীন ছাড়া অন্য কোনো ব্যক্তির মত কখনোই গ্রহণ করা যাবে না বলেও উল্লেখ করেন পীর সাহেব চরমোনাই।

পীর সাহেব চরমোনাই বলেন, যারা আল্লাহ ও তাঁর রাসুলের আদর্শ ছাড়া অন্য আদর্শ গ্রহণ করে কিংবা অন্য আদর্শের দিকে লোকদের আহবান করে, নিশ্চয়ই তারা পথভ্রষ্ট।’ তিনি আরও বলেন, যারা রাসুল (সা.) কে নিজের আদর্শে পরিণত করেনি এবং রাসুল (সা.) কে নেতা হিসেবে মেনে নেয় নি। মৃত্যুর সময় সে ব্যক্তিকে রাসুল (সা.) উম্মত হিসেবে পরিচয় নিবে না এবং রাসুলের সুপারিশ পাবে না এজন্য সকল মুসলমানের উচিত রাসুল (সা.) কে নেতা হিসেবে মেনে নেওয়া এবং রাসুলের যারা উত্তরসুরী তাদের নির্দেশনা অনুসারে রাসুলের (সা.) এর আদর্শ ও সুন্নতের উপর পরিপূর্ণ ভাবে আমল উচিত।

বাংলাদেশ মুজাহিদ কমিটি  কুমিল্লা তিতাস  উপজেলা ও  সাতানী ইউনিয়নের উদ্যোগে মঙ্গলকান্দি মাদরাসা সংলগ্ন মাঠে দিন ব্যাপী ওয়াজ মাহফিল রবিবার (৬  ফেব্রুয়ারি) প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

বাংলাদেশ মুজাহিদ মজলিশে খাছ কেন্দ্রীয় কমিটির সদস্য ইন্জিনিয়ার আশরাফুল আলম এর সভাপত্বিতে
ওয়াজ মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা যাত্রা বাড়ি ,জামিয়া মাহমুদিয়া মাদরাসার প্রধান মুফতি রেজাউল কারিম আবরার ,যশোর ক্যান্টমেন্ট  জামে মসজিদের খতিব মাও.ফরিদ উদ্দিন আযহার ,আরো বক্তব্য রাখেন মাও.তাজুল ইসলাম, মাও আবুল হাসান রায়হানসহ তিতাস উপজেলার মুজাহিদ কমিটির নেত্রীবৃন্দ ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Suchana Community TV
themebazsuchana231231