কমিউনিটি পুলিশিং ডে ২০২০ উপলক্ষে ৩১শে ডিসেম্বর শনিবার ১১ ঘটিকার সময় উপজেলা হল রমে তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোঃ আহসানুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে শুভ উদ্বোধন করেন কুমিল্লা-২(হোমনা-তিতাস)এর সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস থানা কমিউনিটি পুলিশং ডে এর আহ্বায়ক এবং তিতাস উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার।এসময় উপস্থিত ছিলেন তিতাস থানার তদন্ত ওসি মোঃ শহীদুল ইসলাম, তিতাস উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মহসীন ভূঁইয়া, বাংলাদেশ ইউনিয়ন ফোরাম দুইবার স্বর্ন প্রদক প্রাপ্ত বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরনবী। নারান্দিয়া,ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ইন্জিনিয়ার মোঃ সালাউদ্দিন সরকার। সাতানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সামসুল হক সরকার।জগৎ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবর রহমান। তিতাস উপজেলাধীন কমিউনিটি পুলিশিং এর ওর্য়াড ও ইউনিয়ন পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।তিতাস থানা কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক মোঃ শেখ ফরিদ এর পরিচালনা এবং উলুকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন কোর আন তিলায়েত এর মাধ্যমে আলোচনা সভায় মোঃ পারভেজ হোসেন সরকার বলেন আমি তিতাস প্রথমে তিতাস থানা কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক বর্তমানে আহ্বায়ক পদে দায়িত্বে আছি। আমি মনে করি পুলিশ জনতা জনতাই পুলিশ, যদি জনপ্রতিনিধি, জনগন ও পুলিশ ঐক্কবদ্ধ ভাবে কাজ করে তখনই সমাজ থেকে সকল অন্যায় অপরাধ নির্মূল করা সম্ভব হবে। উক্ত আলোচনা শেষে তিতাস থানার পক্ষ হইতে তিতাস উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ও তিতাস থানা কমিউনিটি পুলিশিং এর আহ্বায়ক মোঃ পারভেজ হোসেন সরকার কে সম্মাননা ক্রেস্ট প্রধান করেন।