কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ, অসহায়,হতদরিদ্র, দুস্থ ব্যক্তি,পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।রোববার ও সোমবার ২দিন ব্যাপি উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২০-২১ অর্থ বছরের আওতায় উপজেলার ১৩টি ইউনিয়ন ১টি পৌরসভায় সর্বমোট ৪৭ জনের মাঝে ৯৫ বান্ডেল ঢেউটিন ও ২ লক্ষ ৮৫ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়েছে।চৌদ্দগ্রাম উপজেলা মিলনায়তনে বিনামূল্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এস এম মঞ্জুরুল হক সভাপতিত্বে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জি এম মীর হোসেন মীরু,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল,উপজেলা যুবলীগের আহবায়ক ও ৪নং শ্রীপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহ জালাল মজুমদার, উপজেলা প্রকল্প কর্মকর্তা জোবায়ের হাসান সহ আরো অনেকে।