অতি আনন্দের কথা হলো মহামারী করোনা মধ্যেও কুমিল্লা চান্দিনায় দুই লাখ পাচঁ হাজার ছেলে–মেয়ে নতুন বইয়ের গন্ধে বিভোর হবে আগামী শুক্রবার। নতুন দিনের এক স্বপ্নের হাতছানিতে এগিয়ে যাবে তারা। এত শিশুর হাতে একসঙ্গে বই তুলে দেওয়া নিঃসন্দেহে এক মহাযজ্ঞ। সরকারের পক্ষ থেকে এটিকে ‘বই উৎসব’ বলা হচ্ছে। এই অভিধাকে অত্যুক্তি বলার অবকাশ নেই। চান্দিনা উপজেলায় ২৪৪ টি প্রাইমারী ও কিন্ডারগার্টেন রয়েছে । নতুন বছরের প্রথম দিনে দুইলাক্ষ পাচঁ হাজার শিশু–কিশোরের হাতে যাবে নতুন পাঠ্যবই। ইতিমধ্যে প্রায় সব স্কুলে পাঠিয়ে দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক ২০২১ সালের প্রাক্-প্রাথমিক নতুন বই, । শিক্ষদের মাঝেও দেখা গেছে আন্দের ছাপ, কখন বই নিয়ে তার প্রিয় শিক্ষার্থীর হাতে বই তুলে দেবে। কেউ বই সরবারাহ করছেন গাড়ীতে কেউবা ইজিবাইক ও রিস্ক্রা যোগে বই নিয়ে যেতে দেখা গেছে।