কুমিল্লা চান্দিনাতে চলমান লকডাউনের ৫ম দিনে সড়কে প্রশাসন কঠোর হলেও, হাট-বাজারে ছিল ঢিলেঢালা। সোমবার সকাল ৬টায় থেকে উপজেলা প্রশাসনের সঙ্গে পুলিশ-বিজিবি লকডাউন বাস্তবায়নে কাজ করেছেন। প্রশাসন সড়কে যাতায়াতে কঠোর ছিল সারাদিন। তবে হাট-বাজারে গিয়ে দেখা যায় পূর্বের মতোই ভিড়।
কিছু লোকদের নামে মাত্র মাস্ক পড়া থাকলেও মাস্ক পরিধানে উদাসীন। মাস্ক পড়তে ভুলে গেছি ,পকেটে আছে,বাড়িতে ফেলে রেখে দিয়েছে । মাস্ক পড়ে লাভ কী ?পেটে খাবার নেই আবার মাস্ক নানা অজুহাত ও কৌশলে এগিয়ে যাওয়া চেষ্টা করেন তারা।
স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই সেখানে। নেই চলমান লকডাউনের কোনো প্রভাব। চান্দিনা ,দাউদকান্দি,হোমনা,তিতাস ,মেঘনা,মুরাদনগরসহ কুমিল্লা জেলা বেশ কিছু উপজেলা ঢিলেঢালাভাবেই পার হচ্ছে সরকার-ঘোষিত লকডাউনের । সীমিত পরিসরে দোকানপাট বন্ধ থাকলেও দোকানের সামনে বা আশেপাশেই চুপচাপ বসে রয়েছেন দোকানের মালিক ও কর্মচারী। পরিস্থিতি বুঝে বন্ধ সাটার খুলে বেচাকেনাও করছেন তারা। সকাল থেকে উপজেলাগুলোতে কিছুটা ব্যাটারিচালিত রিক্সা ও ইজিবাইক বন্ধ থাকলেও দুপুর থেকেই সুযোগ বুঝে লোকসমাগম ছিলো ঠিক আগের মতই । অন্যদিকে চান্দিনা ও ইলিয়াটন্গ বাজারে বেড়েছে মহিলাদের তৎপরতা। বাজারে আসা অধিকাংশ মানুষের মুখে ছিল না মাস্ক।মুখে মাস্ক নেই কেন জানতে চাইলে দু-একজন বলেন, মাস্ক পকেটে আছে। বেশি ভিড় দেখলেই পড়বেন।