কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে । ঘোষিত কমিটিতে উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো.রুহুল আমিনকে সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে । ৯ ডিসেম্বর সোমবার রাতে নতুন এ কমিটি ঘোষণা করা হয়। নবাগত সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার বিষয়টি নিশ্চিত করেছেন। রোশন আলী মাস্টার জানান, ১০ ডিসেম্বর মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন দলের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা । ওই সময় বিস্তারিত জানানো হবে।সোমবার চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় । তবে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের অধীনস্ত ৭টি উপজেলার কাউন্সিলর তালিকা সম্পূর্ণ না হওয়ায় সম্মেলনে কমিটি ঘোষণা না করে ওইদিন দুপুরে সভাস্থল ত্যাগ করেন কেন্দ্রীয় নেতারা। এরপর সোমবার রাতে ঢাকায় কেন্দ্রীয় নেতারা নতুন এই কমিটি ঘোষণা করেন।