কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় অনুষ্ঠিত হয়েছে । কুমিল্লার মুরাদনগরে কেন্দ্রীয় নেতাদের আগমনে উৎসবের আমেজে বর্ধিত সভাটি স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। স্বাস্থ্যবিধি মেনে বর্ধিত সভাটি সফল করতে ব্যাপক প্রস্তুতি হাতে নেওয়া হয় । বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা সদরের নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম.রুহুল আমিনের সভাপত্বিতে সাধারণ সম্পাদক রৌশন আলী মাস্টারের সন্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এম.পি।তিনি বলেন বাংলাদেশ আওয়ামীলীগ হলো মাটি ও মানুষের দল । তাই এই দলের উন্নয়নের চিত্র জনগণের কাছে পৌছে দেবার দ্বায়িত্ব নেতাকর্মীদের । তিনি বলেন দলীয় চিন্তার বাহিরে কোন রাজনীতি করলে তাকে বহিস্কার করা হবে বলে তিনি হুশিয়ারি দেন । বিশেষ অতিথি ছিলেন, জাতীয় সংসদের চিফ হুইপ ও চট্টগ্রাম বিভাগীয় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এম.পি এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী প্রতিশ্রুতি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক ডেপুডি স্পীকার অধ্যাপক আলী আশরাফ এমপি। এতে আরো উপস্থিত ছিলেন মেজর অব.মোহাম্মদ সূবিদ আলী ভূইয় এমপি, ইউসূফ আব্দুল্লাহ হারুন এমপি, রাজী মোহাম্মদ ফখরুল এমপি,সেলিমা আহমাদ এমপি ও আরমা দত্ত এমপিসহ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।