১৬ আগষ্ট শুক্রবার বিকালে কুমিল্লার র্যাব-১১, সিপিসি-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলার আলেখাচর এলাকা থেকে আবুল হাসানাত (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তার কাছ থেকে ৫ হাজার ৬’শ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। র্যাব গোপন সংবাদরে ভিত্তিতে কুমিল্লার আদশ সদর উপজেলার আলেখারচর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে আন্তঃজেলা শ্যামলী পরিবহনের বাস কাউন্টারের সামনে থেকে আটক করে। এসময় ৫ হাজার ৬’ শ পিছ ইয়াবা ট্যাবলেট, ডিসকভার ১২৫ সিসি’র একটি মোটরসাইকেল ও মাদক বিক্রির নগদ ৭ হাজার টাকা উদ্ধার করা হয়। সে কুমিল্লার আদশ সদর উপজেলার গোলাবাড়ি এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে। এব্যাপারে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।