বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৭ পূর্বাহ্ন

কুমিল্লার বুড়িচং সেন্টাল মেডিকেল সাময়িক বন্ধ ঘোষণা

আলমগীর হোসেন
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৪৩ Time View

বিনা লাইসেন্সে কার্যক্রম পরিচালনা এবং মানসম্মত স্বাস্থ্য সেবা প্রদানে ব্যর্থতার অভিযোগে কুমিল্লার বুড়িচং এ কয়েকটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে । ১৭ সেপ্টেম্বর বুধবার কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবস্থিত সেন্ট্রাল মেডিকেল সার্ভিসেস ডায়াগষ্টিক এন্ড কনসালটেশন সেন্টার পরিদর্শন করে বিভিন্ন অব্যবস্থাপনা, অনিয়ম ও সেবা প্রদানে ব্যর্থতার অভিযোগে হাসপাতালটি সাময়িক বন্ধ ঘোষণা করেন কুমিল্লা সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমান । এসময় কুমিল্লা জেলা ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ শাহাদাৎ হোসেন, এমওসিএস ডাঃ মোঃ নাজমুল আলম উপস্থিত ছিলেন । সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমান বলেন, বর্তমান সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী প্রত্যেক মানুষকে সঠিক চিকিৎসা সেবা প্রদানে চিকিৎসক ও নার্সদের নির্দেশনা রয়েছে। গুনগত স্বাস্থ্যসেবা দেশের সব মানুষের কাছে  পৌঁছে দেয়ার লক্ষ্যে জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে নানামুখী কর্মসূচী গ্রহণ করা হয়েছে । সূতরাং অনিয়ম, অব্যবস্থাপনা ও সেবা প্রদানে ব্যর্থতা কোন ক্রমেই মেনে  নেয়া হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Suchana Community TV
themebazsuchana231231