মঙ্গলবার বিকালে দাউদকান্দির কুমিল্লা উত্তর জেলা আ.লীগের কার্যালয়ে দাউদকান্দি পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থীদের মতামত ও সমর্থন জানতে পৌরসভা আ.লীগের আয়োজনে এক জরুরি বর্ধিত সভার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সভাপতি অ্যাড. আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কান্সিলের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম। বর্ধিত সভায় আসন্ন দাউদকান্দি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে প্রার্থীতা ঘোষনা করেন, পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান মুক্তা,পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, বর্তমান মেয়র নাঈম ইউসুফ সেইন, সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মরহুম শাহ আলম চৌধুরীর মেয়ে তাসলিমা চৌধুরী সিমিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার শাহজাহান ও কুমিল্লা উত্তর জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি মোঃ সাইদী সরকার। এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ । পৌর মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তাসলিমা চৌধুরী সিমিন কয়েক শতাধিক নেতাকর্মী নিয়ে বর্ধিত সভায় যোগ দিয়ে এলাকায় চমকসৃষ্টি করেন।