মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১০:০৩ অপরাহ্ন

কুমিল্লার দাউদকান্দিতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় একাধিক অস্রসহ ৪ ডাকাত গ্রেফতার।

লিটন সরকার বাদল
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ৬০৮ Time View

কুমিল্লার দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের সৈয়দখাঁর কান্দি গ্রামে থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় একাধিক অস্রসহ ৪ ডাকাতকে গ্রেফতার করে মডেল থানা পুলিশ। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, ২১ জুলাই মঙ্গলবার গভীর রাতে উপজেলার পদুয়া ইউনিয়নের সৈয়দখাঁর কান্দি গ্রামে হাজী মৃত মোয়াজ্জেমের বাড়ির জীবন মিয়ার পরিত্যক্ত লাকড়ির ঘরের ভিতরে বসে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতিনিচ্ছে এমন গোপন সংবাদের বৃত্তিতে এসআই সুজন দত্ত, এএসআই মোঃ আমির হোসেন,এএসআই মোঃ শরিফুল ইসলাম,এএসআই প্রদীপ দাশ,এএসআই ছোটন পালসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র ৩.২ বোরের ব্যবহৃত গুলি, ১টি দেশীয় পাইপগান, ১টি দেশীয় একনলা বন্ধুকের অংশ বিশেষ অস্র তৈরীর অন্যান্য সরঞ্জাম উদ্ধারসহ ৪ ডাকাতকে গ্রেফতার করে। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন দাউদকান্দি উপজেলার সৈয়দখাঁর কান্দি গ্রামের সাহাবুদ্দিনের ছেলে রিপন(৩৯) বেপারি, তুজারভাঙা বর্তমানে বলদাখাল আরিফ হোসেনের ভারাটিয়া মৃত রমিজউদ্দিনের ছেলে শাহপরান(২২),দাউদকান্দি বাজারের মৃত আনোয়ার হোসেনের ছেলে জাকির(৩৩) ও নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার দিঘী বরাবো এলাকার মৃত সুরুত উল্লাহর ছেলে হযরত আলী(৩৫)। এব্যপারে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় একাধিক মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Suchana Community TV
themebazsuchana231231