কুমিল্লার তিতাসে এবার বাবার পরে ১২ বছরের মেয়েও করোনায় আক্রান্ত হয়েছেন। ১২ এপ্রিল রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা: মো: শাহাদাত হোসেন। ৯ এপ্রিল তিতাস উপজেলার গ্রামের বিরামকান্দি গ্রামের ৪৮ বছরের এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়। তিনি ঢাকায় চালকলে কাজ করতেন। কিছুদিন পূর্বে তিনি গ্রামের বাড়িতে চলে আসেন। পরে তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়। আজ রবিবার তার মেয়ের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এদিকে শনিবার তিতাসের মোটুপি গ্রামে ৩৫ বছরের এক যুবক করোনায় আক্রান্ত হয়। এনিয়ে কুমিল্লায় মোট ৭ জন আক্রান্ত হয়েছেন। অন্যরা হচ্ছেন বুড়িচংয়ের ৪ ও ৭ বছর বয়সের দুই শিশু এবং তাদের ফুফু। অপরদিকে শনিবার দেবিদ্বারে করোনায় আক্রান্ত জীবন সাহা মারা যায়।