যথাযথ মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লার চান্দিনায় পালন করা হয় মহান বিজয় দিবস। আজ বুধবার(১৬)ডিসেম্বর ভোরে মহান বিজয় দিবসটি প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে সূচনা করা হয়। পরে চান্দিনা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি সম্মান জাননো হয়। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা তপন বকসী,উপজেলা নির্বাহী অফিসার বিভিষণ কান্তি দাশ, , সহকারী কমিশনার নাইমা ইসলাম,চান্দিনা থানা অফিসার ইনচার্জ শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াস, মুক্তিযুদ্ধা কমান্ডার আব্দুল মালেক, এন টিভির সাংবাদিক কাজী রাশেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।