বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনার ও বিনা লাইসেন্সে কার্যক্রম পরিচালনার অভিযোগে নিউ চান্দিনা মেডিকেল সেন্টার এবং মাহি ডায়াগনষ্টিক সেন্টার নামের দুটি হাসপাতালের সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে কুমিল্লার সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমান। ২২ আগষ্ট বৃহস্পতিবার আকস্মিক অভিযান চালিয়ে বেসরকারী হাসপাতাল দুটির বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করেন। কুমিল্লার সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমান জানান, কুমিল্লায় বেশ কয়েকটি প্রাইভেট হাসপাতাল অনুমতি ছাড়া কার্যক্রম পরিচালনা করে আসছে। আগামী এক মাসের মধ্যে জেলার সকল অবৈধ ও অনুমতি বিহীন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ করা হবে।