কুমিল্লার লাকসামে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন ভুঁইয়া জানান, মঙ্গলবার রাত পৌনে আটটায় লাকসাম বাইপাস এলাকায় চোর সন্দেহে ৩ জনকে আটক করে। আটককৃতরা হলো, চাটখিল এলাকার আলাউদ্দিন রাফী , মোঃ শান্ত, রিয়াদ হোসেন ও মোটর সাইকেল মেকানিক সোহাগ হোসেন হৃদয়।
পরে আটককৃতদের নিয়ে পুলিশের অভিযানে নম্বর বিহীন ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয় । ওসি জানান, গ্রেপ্তারকৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে বুধবার বিকেলে কুমিল্লা আদালতে সোপর্দ করা হয়েছে।