কুমিল্লা কোতয়ালী মডেল থানার সীমান্তবর্তী এলাকা পাঁচথুবী ইউনিয়নের জালুয়া পাড়া গ্রামস্থ আফজাল খান বালিকা উচ্চ বিদ্যালয়ের ১শ গজ র্পূব দিকে তিন রাস্তার মোড়ে ভোড় ৫টায় কুমিল্লা শহরমুখী সিএনজি গাড়ীতি (কুমিল্লা-থ-১১-১০৭৪) তল্লাশী করে ১৪শ বোতল ফেন্সিডিল উদ্ধার করে এবং মো: ইব্রাহিম হোসেন ইবু (২৬) কে গ্রেফতার করে কুমিল্লা ডিবি পুলিশ। সোমবার দুপুর সাড়ে ১১টায় কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে করে পুলিশ। জানা যায়,কুমিল্লা কোতয়ালী থানার সীমান্তবর্তী এলাকা দিয়ে বিপুল পরিমানের ফেন্সিডিলের চালান আসার সংবাদের ভিত্তিতে পুলিশ
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো: আনওয়ারুল আজিমের নেতৃত্বে ডিবির এসআই তপন কুমার বাকচী, এসআই মো: কামাল হোসেন, এসআই সৈয়দ দেলোয়ার হোসেন, এএসআই মো: মাসুদ রানা সঙ্গীয় ফোস নিয়ে জালূয়াপাড়া এলাকায় গভীর রাত থেকে বেশ কয়েক ঘন্টা আবাদী জমি ও আশপাশ এলকায় চদ্মবেশে অবস্থান নিয়ে পাঁচুথুবী ইউনিয়নের জালুয়াপাড়া একটি সিএনজি কে তল্লামী করে ১৪শ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। পুলিশ জানায়, প্রধানমন্ত্রী ঘোষিত ও নির্দেশিত দেশব্যাপি মাদক উদ্ধার অভিযান কুমিল্লা জেলায় অব্যাহত আছে। সেই লক্ষ্যে কুমিল্লা জেলা পুলিশের প্রতিটি ইউনিট প্রতিনিয়ত মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াঁশী অভিযান পরিচালনা করে আসছে।