কুমিল্লার সদর দক্ষিন থেকে ৪ হাজার ৩৬০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে সহোদর দুই ভাই রয়েছে। দুপুরে নগরীর শাকতলা এলাকায় র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে র্যাব- ১১ এসব তথ্য জানায়।
র্যাব জানায়, পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে গোপন সূত্রে এমন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ইয়াবাসহ ৩জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার গোবিন্দপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. শাহজাহান ও মো. আবু সুফিয়ান এবং নোয়াখালী জেলার সেনবাগ থানার কাদরা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে মো. আলাউদ্দিন। কুমিল্লাস্থ র্যাব-১১ এর কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবত চট্টগ্রাম থেকে ইয়াবা এনে কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল। এ বিষয়ে সদর দক্ষিন থানায় মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।