কুড়িগ্রামের ফুলবাড়ীতে যুবদের জন্য তথ্য সংগ্রহ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর মঙ্গলবার দুপুরে ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে একশনএইড বাংলাদেশের সহযোগিতায় ও উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) বাস্তবায়নে জনপ্রতিনিধিদের নিয়ে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ইয়ুথ চ্যাম্পিয়ন রেজওয়ানা হাবিবীর সঞ্চালনায় এতে বক্তব্য, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ হারুন, প্রজেক্ট অফিসার মোকাদ্দেস হোসেন, ইউপি সদস্য আপেল মাহমুদ, এমদাদুল হক মহিলা ইউপি সদস্য মোমেনা বেগম, রিপা খাতুন, স্বেচ্ছাসেবক সুমন্ত চন্দ্র রায়, আনাস এর নিবাহী পরিচালক নার্গিস আক্তার সহ আরো অনেকে।