জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম প্রতিনিধি :কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই যুবকের নাম জাহিদুল ইসলাম (৩০)।তিনি উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনিরাম গ্রামের তহিদুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দাম্পত্য কলহের কারনে মঙ্গলবার (১৪ এপ্রিল) জাহিদুলের স্ত্রী জেসমিন আক্তার বাবার বাড়ীতে চলে যান। ওই দিন জাহিদুল তাকে আনতে গেলে বাবার বাড়ী থেকে আসেননি জেসমিন। প্রতিবেশিদের ধারনা স্ত্রীকে আনতে না পেরে রাগে দুঃখে সকলের অজান্তে গলায় রশি পেঁচিয়ে সে আত্মহত্যা করেছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে বাগানের মধ্যে জাহিদুলের ঝুলন্ত লাশ দেখে এলাকাবাসী থানায় খবর দেয়।
ফুলবাড়ী থানার এসআই হাবিবুর রহমান জানান, মরদেহে কোন আঘাতের চিহ্ন পাওযা যায় নি। প্রাথমিক ভাবে মনে হচ্ছে সে আত্মহত্যা করেছে। বিষয়টি নিশ্চিত হতে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।