প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে করোনা রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। বিগত এক মাসে এ উপজেলার বিভিন্ন এলাকায় করোনায় আক্রান্ত হয়েছেন অনেকেই ।আতঙ্ক, উদ্বেগ আর উৎকন্ঠার মধ্যে বেশির ভাগ মানুষ। অনেকে ঘরবন্দি থেকে কর্মহীন হয়ে পরিবার-পরিজন নিয়ে অনাহারে-অর্ধাহারে জীবন যাপন করছেন। এ অবস্থায় কুমিল্লা দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের কানড়া মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে এলাকার প্রবাসী ও তরুণ, বিশিষ্টজনের সম্মলিত প্রচেষ্টায় ১৫জুন সোমবার সকালে মুকুল নিকেতন মাঠে কর্মহীন মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সংগঠনের সভাপতি মো: মাইনুউদ্দিন খন্দকার জাহিদ ,সহ-সভাপতি জাকির হোসেন ,সাধারণ সম্পাদক মো: আবুল কাশেম । তাদের অনুপ্রেরণায় সংগঠনের সকল সদস্য,উপদেষ্টাদের সম্মলিত প্রচেষ্টায় বারপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ও গ্রামে গ্রামে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, হতদরিদ্র পরিবারের মাঝে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্য উপহার হিসেবে বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন।মো খন্দকার তোতা মিয়া।মো খোকন খান।খন্দকার হুমায়ন। খন্দকার নজরুল ইসলাম।মো মুকবুল হোসেন মুকুল,হান্নান খন্দকার, মনির মেম্বার, আলাউদ্দিন মেম্বার, মুক্তার হোসেন,বিল্লাল ও আব্দুল জলিল। পরিচালনা করেছেনঃ আব্দুল বাছেদ, মো খন্দকার মেহেদি হাসান,আবুল কালাম,শাহ জামান,মাসুম,সবুজ,খন্দকার রুমেল,রমজান,সোহেল,জামিল,খন্দকার সাকিব। সহযোগিতা করেছেন:মো দোলন,মো সুজন,রুবেল,বাবু,রুবেল আহমেদ,আরমান,ইসমাইল ও মো ইউনুস।মানব কল্যান সংগঠনের উপদেষ্টা ও সদস্যরা বলেন, কানড়া গ্রামের অবহেলিত জনগোষ্ঠীর প্রায় সাড়ে শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও আরও ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।করোনাকালীন সময়গুলো সংগঠনটি এই খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রাখবে বলে তারা জানান । সংগঠনটি ইতোমধ্যে সামাজিক ও কল্যাণমূখী কাজ করে এলাকার অনেকেই মুগ্ধ করেছে ।মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।