কাতারে নিখোঁজের সাতদিন পর বন্ধুর ফ্রিজ থেকে আব্দুল মতিন নামে বাংলাদেশির লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। গত শুক্রবার কাতারের আবু হামুর এলাকায়, বন্ধু ইব্রাহিমে ফ্রিজের ভেতর থেকে মরদেহটি পুলিশ উদ্ধার করে।
নিহত মতিনের মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হরিপুর গ্রামে। প্রায় ২০ বছর ধরে কাতারের সানাইয়া এলাকায় তিনি গ্যারেজ ব্যবসা করছিলেন। সবশেষ ২০১৯ সালের আগস্টে দেশে এসেছিলেন।
নিহত আব্দুল মতিনের বড়ভাই কাতার প্রবাসী আতিকুর রহমান ও ভাতিজা জাকির হোসেন জানান, ১৪ ফেব্রুয়ারি সকালে ইব্রাহিম নামে তার প্রবাসী এক বন্ধু ফোন করে ডেকে নেয়, আব্দুল মতিনকে। এরপর থেকে আব্দুল মতিন নিখোঁজ ছিলেন। বিভিন্নস্থানে খোঁজ করেও তার খবর পাওয়া যায়নি।
এতে, তার ভাই কাতার পুলিশকে বিষয়টি অবহিত করেন। ইব্রাহিম চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গচুয়া গ্রামের মৃত সৈয়দ আহমদের ছেলে। কাতার পুলিশ ধারণা করছে, পরিকল্পিতভাবে আব্দুল মতিনকে খুন করে ফ্রিজে রেখে দেশে পালিয়েছেন তিনি।