করোনা রোগীদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর ( অব.) মোহাম্মদ আলী সুমন। ২৫ মে সোমবার সকালে দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের তুলাতলী গ্রামে মহামারি করোনা ভাইরাসে অাক্রান্ত রোগীদের সাথে ঈদুল ফিতর উদযাপন করতে ছুটে যান তিনি। তার সঙ্গরসঙ্গী ছিলেন করোনা জেনারেল ভূষিত দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহিনূর আলম সুমন। করোনা অাক্রান্ত রোগীদের জন্য নিজ বাসভবনে রান্না করা ঈদের রকমারী খাবার নিয়ে তাদের হাতে তুলে দেন মেজর ( অব.) মোহাম্মদ আলী সুমন। তার এমন মহানুবতা দেখে করোনায় অাক্রান্ত রোগীদের অানন্দ অশ্রু চোখ ভিজে যায়। তারা দুহাত তুলে মহান আল্লাহ তালার কাছে দোয়া করেন। ঈদে প্রিয় পরিবারের সাথে ঈদ অানন্দ উদযাপন না করে আনন্দ ভাগাভাগি করে নিলেন করোনা রোগী ও তাদের পরিবারের সদস্যদের সাথে। এসময় তিনি রোগীদের ঈদ সালামি দেন এবং তাদের স্বাস্থ্যের খোজ খবর নেন। উপজেলা চেয়ারম্যানের এমন উদ্যোগে কৃজ্ঞতা প্রকাশ করেন রোগী ও তাদের পরিবাবের সদস্যরা৷ এসময় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অাবাসিক মেডিকেল অফিসার ( আরএমও) ডা: মোহাম্মদ জামাল উদ্দিন, সিত্রইচসিপি অাইরিন অাক্তার, দাউদকান্দি মুক্তিযোদ্ধা প্রজম্মলীগের সভাপতি মো: সোহেল রানা, ফ্রান্স প্রবাসী অাল-অামীন চৌধুরী, দাউদকান্দি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।