চাঁদপুর ২৫০শয্যার সরকারি জেনারেল হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে এক যুবককে ভর্তিকরা হয়েছে।
শুক্রবার দুপুর ১২টায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার সুজাউদ্দৌলা রুবেল জানান,স্হানীয় কয়েক ব্যাক্তি সুমন (১৬)নামের যুবক কে এনে ভর্তি করিয়েছে।সুমনের গ্রামের বাড়ি ঢাকার মানিকগঞ্জের দক্ষিণ সহিরপুর গ্রামে।সে চাঁদপুরে শ্রমিকের কাজ করতো। লঞ্চ ঘাট এলাকায় সে অসুস্হ্য হলে স্হানীয়রা তাকে হাসপাতালে এনে ভর্তি করিয়েছে।
সুমন কে হাসপাতালের জরুরী বিভাগে যারা চিকিৎসা সেবা প্রদান করেছে তাদের সবাইকে হোম কোয়ারেন্টে যাবার নির্দেশ দিয়েছে।এরা হচ্ছে আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃআসিবুলআহসান আসিব,ওয়ার্ড মাস্টার মোঃমনিরুজ্জামান, সেবক আব্দুর রশিদ,আবুল কাশেম,অফিস সহকারি আল আমিন ও বহিরাগত রতন নামের এক ব্যাক্তিকে হোম কোয়ারেন্টে যাওয়ার জন্য বলা হয়েছে।
ডাঃ সুউদ্দৌলা রুবেল জানিয়েছেন রুগীর মধ্যে করোনার কিছু লক্ষণ দেখা যাচ্ছে বলে আমরা তাকে আইসোলেশনে ভর্তি করেছি। তার শরীর থেকে কীট সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।