কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া করোনা টিকা নিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে দাউদকান্দি (গৌরীপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা গ্রহণ করেন তিনি। একই সাথে তার সহধর্মনী মাহমুদা ভূঁইয়াও টিকা নিয়েছেন। এমপি মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক পদক্ষেপ ও ব্যবস্থাপনায় কোভিড-১৯ এর টিকা পেয়েছে বাংলাদেশ। যেখানে পৃথিবীর অনেক দেশই টিকা থেকে বঞ্চিত। দেশে সুষ্ঠুভাবে টিকা বাস্তবায়িত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ আমি নিজেও টিকা নিলাম। এসময় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহীনূর আলম সুমন, আবাসিক মেডিকেল অফিসার ডা: মোহাম্মদ জামাল উদ্দিন, ডেন্টাল সার্জন ডা: আমেনা বেগম রাবেয়া, মেডিকেল অফিসার ডা: নজরুল ইসলাম ডালিম, সুন্দলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: মাসুদ আলম, গোয়ালমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: নূরে আলম বুলু, পৌর কাউন্সিলর মো: রকিব উদ্দিন রকিব, দাউদকান্দি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, গৌরীপুর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: রোমান, উপজেলা শ্রমীক লীগের সাধারণ সম্পাদক মো: আক্তার হোসেন, উপজেলা যুবলীগের সদস্য মো: জায়েদ আহমেদ জুলাস, মো: হাসানুজ্জামান হাসান, উপজেলা মহিলা লীগের সভাপতি জেবুন নেছা জেবু ও সাধারণ সম্পাদক লায়লা হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।