করোনা ভাইরাস আতঙ্কে ওমরাহ ও পর্যটন ভিসা স্থগিতের কারণে ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরত দেবে সৌদি কর্তৃপক্ষ। রোববার (১ মার্চ) সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাতে দেশটির গণমাধ্যম এ তথ্য জানায়।ভিসাসহ অন্যান্য ফি বাবদ দেয়া অর্থ ফেরত চেয়ে আবেদন করার জন্য একটি অনলাইন প্রক্রিয়া চালু করা হয়েছে। যারা অর্থ ফেরত নিতে চান তাদের নিজ দেশের এজেন্টের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। আরও জানতে মন্ত্রণালয়ের দেয়া নির্দিষ্ট মোবাইল নম্বর এবং ই-মেইল ঠিকানায় যোগাযোগ করা যাবে।গেল বৃহস্পতিবার করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ওমরাহ ও পর্যটন ভিসা বন্ধ করে দেয় সৌদি কর্তৃপক্ষ। তখন ওই সিদ্ধান্তকে সাময়িক বলে উল্লেখ করা হয়।তবে কবে নাগাদ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে সে বিষয়ে কিছু জানায়নি রিয়াদ।