করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিতে তেজগাঁওয়ে চীনের মতো হাসপাতাল তৈরি করছে আকিজ গ্রুপ।
করোনাভাইরাসে আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা দিতে উহানের লেইশেনশান হাসপাতালের মতো ৩০১ শয্যার একটি অস্থায়ী হাসপাতাল নির্মান করছে আকিজ গ্রুপ। রাজধানীর তেজগাঁওয়ে দুই বিঘা জমিতে প্রতিষ্ঠা করা হচ্ছে এই হাসপাতাল। যেখানে দুই সপ্তাহের মধ্যে চিকিৎসাসেবা দেয়া শুরু করা যাবে বলে মনে করছে আকিজ গ্রুপ।
বিশ্ব বিপর্যয়ের মধ্যে এমন উদ্যোগ অন্যদের উৎসাহ দেবে বলে আশা করছে আকিজ গ্রুপ। এছাড়া তাদের কারখানার বিপুল শ্রমিক ও কর্মীদেরও আপতকালীন খাদ্যসহ নানা সহযোগিতাও করছে গ্রুপটি। প্রতিটি কারখানায় গড়ে তোলা হয়েছে আইসোলেশন ইউনিট। পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে আপৎকালীন বিতরণের জন্য বিশাল খাদ্যভান্ডার গড়ে তোলা হয়েছে।
কারখানার হাজারো শ্রমিকসহ আশপাশের দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে গুড়া দুধ, তরল দুধ, বিশুদ্ধ পানি, চাল, আটাসহ শুকনা খাবার, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক। শনিবার বিদ্যানন্দ ফাউন্ডেশনে এক ট্রাক খাদ্যসামগ্রী পাঠানো হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মাধ্যমেও মানুষকে নানা সহযোগিতা দিচ্ছে আকিজ গ্রুপ।