বহু প্রত্যাশিত করোনার ভ্যাকসিন এখন বিশ্বের অনেক দেশেই প্রয়োগ শুরু হয়েছে। আর শুরুর দিকেই ভ্যাকসিন গ্রহণ করেছেন কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার জনপ্রতিনিধি, সাংবাদিক, পেশাজীবী ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ আরো অনেকেই। মঙ্গলবার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোন ভ্যাকসিনের টিকা গ্রহণ করেছেন সূচনা ডট টিভির চেয়ারম্যান বাদল রিয়াজ ও সম্পাদক মো: শাহীন চৌধুরী এবং জিংলাতলী ইউনিয়ন পরিষদ চেয়া্রম্যান মো: আলমগীর হোসেন মোল্লা।
এসময় সূচনা টিভির চেয়ারম্যান বাদল রিয়াজ বলেন প্রথম ডোজ নেওয়ার পর এখনও কোনোরকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। তাই আমি মনে করি ব্যবসায়ী রাজনৈতিক বা সাংবাদিকগণ করোনা ভাইরাসের টিকা গ্রহণের এগিয়ে আসলে কোন ধরণের গুজবে সাধারণ মানুষ বিভ্রান্ত হবেনা।