করোনাযুদ্ধে শহীদ হওয়া প্রথম সাংবাদিক হুমায়ুন কবির খোকন ও পুলিশ সদস্য জসিম উদ্দিন দুজনই কুমিল্লার সন্তান। সাংবাদিক হুমায়ূন কবির খোকন কুমিল্লার মুরাদনগর উপজেলার রাজা চাপিতলা গ্রামের কৃতি সন্তান। তিনি দৈনিক সময়ের আলো পত্রিকার বার্তা সম্পাদক ও আমাদের সময় পত্রিকার প্রাক্তন মফস্বল সম্পাদক ছিলেন। পুলিশ কন্সটেবল জসিম উদ্দিন কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কাঠালিয়া গ্রামের মৃত আবদুল হকের ছেলে। নিহত জসিম ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের ওয়ারী থানায় কর্মরত ছিলো। করোনাযুদ্ধে প্রথম পুলিশ সদস্য হিসেবে জসিম মারা যায়। মহান আল্লাহ তালা তাদের জান্নাত দান করুক।