কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন শহিদ আফ্রিদি। সাবেক পাকিস্তানি অলরাউন্ডার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন আক্রান্ত হওয়ার খবর।
পরীক্ষায় পজিটিভ হওয়ার খবর জানিয়ে শনিবার দুপুরে টুইটারে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন ৪০ বছর বয়সী সাবেক পাকিস্তান অধিনায়ক।
“ বৃহস্পতিবার থেকে অসুস্থ বোধ করছিলাম। শরীরে ব্যথা ছিল। এরপর পরীক্ষা করিয়েছি এবং দুর্ভাগ্যজনকভাবে আমি কোভিড পজিটিভ। দ্রুত আরোগ্যের জন্য সবার প্রার্থনা কামনা করছি।”
করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকে নিজের ফাউন্ডেশনের মাধ্যমে পাকিস্তান জুড়ে প্রচুর সহায়তা কার্যক্রম চালিয়ে আসছিলেন আফ্রিদি। অনেক মানুষের সংস্পর্শে তাই তাকে আসতে হয়েছে।
গত মাসে অসহায় মানুষদের সহায়তায় বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে প্রায় ১৭ লাখ টাকায় কিনে নিয়েছিলেন আফ্রিদি।
গত এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান পাকিস্তানি ক্রিকেটার জাফর সরফরাজ। পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে খেলা ক্রিকেটারদের মধ্যে আফ্রিদির আগে আক্রান্ত হয়েছিলেন তৌফিক উমর। সাবেক এই বাঁহাতি ব্যাটসম্যান সুস্থ হয়ে উঠেছেন।